ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি শরণার্থী শিবিরে আগুন লেগে ১০ শিশুসহ ২১ জন মারা গেছেন। খবর বিবিসি’র।
স্থানীয় একটি হাসপাতালের পরিবচালক সালাহ আবু লায়লার বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সালাহ আবু লায়লা জানান, জাবালিয়া নামের ওই শরণার্থী শিবিরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা বলেন, রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় আটটি শরণার্থী শিবিরের একটি হলো জাবালিয়া। শরণার্থী শিবিরে লাগা আগুনকে ‘ব্যাপক’ বলে বর্ণনা করেন উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক সালাহ আবু লায়লা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় ওই শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।