প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েলের অবরোধের ১৫ বছর

গাজায় ৫ শিশুর ৪ জনই মানসিক অবসাদগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ১৬:০১:৪০ | আপডেট: ২ years আগে
গাজায় ৫ শিশুর ৪ জনই মানসিক অবসাদগ্রস্ত

দীর্ঘ ১৫ বছর ধরে দখলদার ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনই ভয়, দুঃখসহ নানা ধরনের মানসিক অবসাদগ্রস্ত। এমন তথ্যই উঠে এসেছে শিশুদের নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে মানসিক অবসাদগ্রস্ত শিশুর সংখ্যা ছিল ৫৫ শতাংশ, যা এখন ৩০ শতাংশ বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে।

আল জাজিরার খবরে বলা হয়, গাজার ৮০ ভাগ শিশু বিষণ্নতায় ভুগছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ৮ লাখ শিশু অবরোধের মধ্যে জীবনযাপন করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছে।

সম্প্রতি সেভ দ্য চিলড্রেনের “ট্র্যাপড” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে, গাজা উপত্যকায় ৪৮৮ শিশু এবং ১৬৮ জন বাবা-মাতা এবং অভিভাবকদের সাক্ষাৎকার নেয়া হয়।

গাজা উপত্যকার অবরোধ ২০০৭ সালের জুনে শুরু হয়েছিল। এরপর থেকেই অঞ্চলটির অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হয় এবং ভ্রমণকে ব্যাপকভাবে সীমিত করে। এটি বিশেষ করে শিশুদের প্রভাবিত করেছে। গাজার দুই মিলিয়ন মানুষের ৪৭ শতাংশই শিশু।

প্রায় ৮ লাখ শিশু অবরোধ ছাড়া জীবন আসলে কেমন, তাও জানে না।

সেভ দ্য চিলড্রেনের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, চার বছর আগে তাদের শেষ প্রতিবেদনের চেয়ে শিশু, যুবক এবং পরিচর্যাকারীদের মানসিক অবসাদগ্রস্ততার চরম অবনতি হয়েছে। যা ২০১৮ সালে ছিল ৫৫ শতাংশ, এখন গাজার ৮০ শতাংশ শিশুই মানসিক অবসাদগ্রস্ত।