চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুনাক ইংল্যান্ডের উত্তরাঞ্চল সফরের সময় ল্যাঙ্কাশায়ারে ভিডিওটি ধারণ করা হয়েছিল। ল্যাঙ্কাশায়ারের পুলিশ বিভাগ সরাসরি কারও নাম উল্লেখ না করে জানিয়েছে, তারা ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে শর্তসাপেক্ষে জরিমানা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভিডিওটি ধারণ করার সময় অল্প কিছুক্ষণের জন্য সিট বেল্ট সরিয়েছিলেন তিনি।
সিটবেল্ট না পরে ধরা পড়লে ব্রিটেনে যাত্রীদের ১শ’ থেকে ৫শ’ পাউন্ড জরিমানা করার বিধান রয়েছে, যার বাংলাদেশি মূল্য প্রায় ১৩ হাজার থেকে ৬৫ হাজার টাকা।
পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তিনি জরিমানা দেবেন।