প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২ ১৪:২৩:২৪ | আপডেট: ২ years আগে
গুরুতর অসুস্থ পারভেজ মোশাররফ
সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দুবাইয়ে চিকিৎসাধীন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের সুস্থ হওয়ার ‘সম্ভাবনা নেই’ বলে জানিয়েছে তার পরিবার।

শুক্রবার পারভেজ মোশাররফের টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ তথ্য জানান তার পরিবার।

টুইটে বলা হয়, পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে।

পারভেজ মোশাররফ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক সামরিক শাসককে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক অথবা তাকে ভেন্টিলেটরে রাখার খবরটি সঠিক নয়।

১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন জেনারেল পারভেজ মোশাররফ।