স্মার্ট ফোনে গেম খেলা ছোটদের অন্যতম আকর্ষণের জিনিস। এর মধ্যেই খবর পাওয়া গেল, গেম খেলতে খেলতেই মুখের উপর মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশুকন্যার। ভারতের কেরালায় গতকাল সোমবার ঘটেছে এ ঘটনা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বছর বয়সী ওই শিশুর নাম আদিত্যশ্রী। সে কেরালার থিরুভিভামালার বাসিন্দা। স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত আদিত্যশ্রী।
দেশটির পুলিশ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, আদিত্যশ্রী রাতে মোবাইল ফোন চালাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ১০ টায় তার মুখে সেটি বিস্ফোরিত হয়। রক্তাক্ত অবস্থায় ছোট্ট আদিত্যাশ্রীকে হাসপাতালে নিয়ে যায় তার মা-বাবা। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই মৃত্যু হয় তার।
পুলিশ এ নিয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মোবাইলের ব্যাটারিটি কোনও কারণে অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। তাতেই বিস্ফোরণ হয়। মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।