গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষ্যে ২৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসি’র।
দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিসর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষ্যে সাড়ে ৩০০ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এ দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক ট্রেন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে লাইনচ্যুত গাড়ি থেকে ভয়ানক অগ্নিকাণ্ড এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, ১৫০ জন দমকল কর্মী ও ২০টি অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া এক অজ্ঞাতপরিচয় যুবকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘গাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।’