ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘মেগি’ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৯ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৬৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আন্তত ১১০ জন। খবর বিবিসির।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, গত রোববার থেকে দেশটির কয়েকটি অঞ্চলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ‘মেগি’। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় রাজ্য লেইতের বেবে শহর ও এর আশপাশের এলাকা।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থামছে না বৃষ্টি। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।