প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৫:১৮ | আপডেট: ১ year আগে
চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২, জরুরি অবস্থা জারি

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। এ ঘটনায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। 

বার্তা সংস্থা এএফপি, এনডিটিভি, সিনহুয়া, রয়টার্স ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে চিলির মধ্যাঞ্চলের বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি পরিষেবাকর্মীরা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রাণপণ কাজ করে যাচ্ছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব রকমের সহায়তা প্রদান করা হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। 

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটির ভালপারাইসো অঞ্চলে শুরু হওয়া দাবানল এখনো নেভানো সম্ভব হয়নি। আগুন তীব্র গতিতে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১১২ জনের মরদেহ এসেছে। নিহতদের মধ্যে ৩৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এই দাবানলসহ দেশের অন্তত ৪০টি স্থানে সক্রিয় দাবানল আছে বলেও জানান তিনি। 

চিলির সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ভালপারাইসো। সেখানে দাবানলে অন্তত ১১শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।