প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলে কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৪:০৭ | আপডেট: ১০ মাস আগে
চীনের উত্তরাঞ্চলে কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

চীনের উত্তরাঞ্চলীয় এক শহরে বৃহস্পতিবার কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও বেশ  কয়েকজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভবনটি ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন এবং এটি উত্তর শানশি প্রদেশের লভলিয়াং শহরে অবস্থিত।

জেলা কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে। তারা ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, যদিও নিহত ২৫ জন সেই সংখ্যার মধ্যে ছিল কি না তা স্পষ্ট নয়।

স্থানীয় দমকল বিভাগ সিসিটিভিকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়লা উত্তোলন যেখানে হচ্ছে সেখানে নয়, বরং অফিস ও ডরমিটরিসহ একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে।