১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া চীনে বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী কর্মীরা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি উড়ন্ত অবস্থা থেকে ঠিক খাড়া ভাবে দক্ষিণ গুয়াংজিতে একটি বনাঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্তের পর পুরোপুরি পুড়ে যায়, যে কারণে কোনো যাত্রীই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্তের পর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। এরই মধ্যে বুধবার পাওয়া গেছে প্রথম ব্ল্যাক বক্স।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) কর্মকর্তা প্রাথমিকভাবে বলেছেন, এটি ছিল ককপিট ভয়েস রেকর্ডার।
কর্মকর্তা বলছেন, ব্ল্যাক বক্সটি অনেকটাই অক্ষত, তাই বিশ্লেষণের জন্য এটি বেইজিং-এ পাঠানো হচ্ছে।
চীনের নেতৃত্বে দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ, বিমানটি যুক্তরাষ্ট্রের ডিজাইন এবং তৈরি করা।