চীনের সাংহাইয়ে এর আগে লকডাউন জারি না করলেও এবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় শহরটিতে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করেছে চীন সরকার। খবর বিবিসি’র।
সোমবার বিবিসি জানায়, সাংহাইয়ে দুই দফায় ৯ দিনের বেশি লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় শহরটির বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে।
চীনের গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম এই সাংহাই শহরে গত একমাস ধরে ধারাবাহিকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। শনিবারও (২৬ মার্চ) শহরটিতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় সেখানে লকডাউন দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন কার্যকর করা হবে দুই ধাপে। প্রথম ধাপে সোমবার (২৮ মার্চ) থেকে ১ এপ্রিল পর্যন্ত সাংহাইয়ের পূর্বাঞ্চলে লকডাউন জারি থাকবে। আর ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে শহরটির পশ্চিমাঞ্চলে। এ সময় গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ রাখতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা। তবে ঘরে থেকে কাজ করা যাবে।