প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে আবাসিক ভবনে আগুনে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ১৩:৩৯:২৬ | আপডেট: ২ years আগে
চীনে আবাসিক ভবনে আগুনে নিহত ১০
ছবি- ডয়চে ভেলে

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।

শুক্রবার এ খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত আরও নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’

আগুন লাগার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি সংস্থা।

এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়।