প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ১০:১০:০৭ | আপডেট: ১ year আগে
চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ জন নিহত এবং দুইজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার বিকেলে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ৪ টা ২২ মিনিটে কাইজিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে আগুন লাগার খবর পায়।

খবর পেয়ে ফায়ার রেসকিউ ডিটাচমেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ইউনিট পাঠায়। এ ছাড়া জননিরাপত্তা, জরুরি উদ্ধারকারী দল, পৌর প্রশাসন এবং বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের ইউনিটগুলো জরুরি ব্যবস্থাপনা এবং উদ্ধার কাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ছাড়া এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।