চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে প্লাবিত একটি কয়লা খনিতে আটকে থাকা ২০ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে তাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জিয়াওই শহরের দুক্সিগো গ্রামের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে তদন্তে পাওয়া তথ্যমতে, দুর্ঘটনার জন্য অবৈধ খননকে দায়ী করা হয়েছে।
শুক্রবার সকালে উদ্ধারকারীরা খনি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। চারশ’র বেশি উদ্ধারকারী আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযানে অংশ নেয়। নিম্ন তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
এ ঘটনায় জড়িত সাত সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় জননিরাপত্তা বিভাগ। এছাড়া অন্য যারা পালিয়ে গেছে তাদের সন্ধান করছে।