চীনের সাম্প্রতিক বন্যার খবর সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিক।
অনলাইন ও স্থানীয় বাসিন্দাদের দ্বারা হয়রানি শিকার হন তারা। এর মধ্যে বিবিসি এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের সংবাদকর্মীরা মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছেন।
সম্প্রতি চীনের ফরেন করেসপন্ডেন্স ক্লাব (এফসিসিসি) এসব তথ্য জানিয়েছে।
একইসঙ্গে সাংবাদিক হয়রানির এই ঘটনায় তীব্রা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্লাবটি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাংবাদিক হয়রানির ঘটনায় সরকারের সমালোচনা করে তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিবিসি বলেছে, 'এইসব হামলা বন্ধ করার জন্য চীন সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে, যা বিদেশি সাংবাদিকদের বিপন্ন করে তোলে।'
বিসিবি ও চীনের ফরেন করেসপন্ডেন্স ক্লাব যোগাযোগ করলে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।