প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬৫, আহত আড়াইশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭:১১ | আপডেট: ২ years আগে
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬৫, আহত আড়াইশ
এএফপি ছবি

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৪৮ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়। খবর সিএনএন ও সিসিটিভি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এতে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ইয়ান ও গানজি নগরীসহ বিভিন্ন এলাকায় মোট ৬৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন এবং ২৪৮ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংদুর ভবনগুলো কেঁপে ওঠে। কোভিডের কারণে এখানে কঠোর লকডাউন চলছে। লোকজনের ঘরের বাইরে বেরুবার অনুমতি নেই। ভূমিকম্পে ভিত হয়ে লোকজন বাড়ির সামনের উঠানে নেমে আসতে বাধ্য হয়।

এদিকে ভূমিকম্প আঘাত হানার পরও আরো কয়েকবার কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে শতশত উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া উদ্ধারকাজ আরো জোরদারে এক হাজার সৈন্য সেখানে পাঠানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং স্থানীয় কর্তৃপক্ষকে ‘জীবন রক্ষাকে’ অগ্রাধিকার দেয়া এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সকলকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে আট তীব্রতার ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার লোক প্রাণ হারান। ক্ষতির পরিমাণ ছিল অপরিমেয়।