চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এরপর পাহাড়ে আগুন ধরে যায়। তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত না হওয়া যায়নি।
সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা ও এনডিটিভি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় একটি যাত্রীবাহী বিমান ১৩৩ জন যাত্রী নিয়ে দক্ষিণ-পশ্চিম চীনে বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
সিসিটিভি বলছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।