প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীন-রাশিয়ার কড়া সমালোচনা করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২১ ১৩:৫৫:৪১ | আপডেট: ৩ years আগে
চীন-রাশিয়ার কড়া সমালোচনা করলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জলবায়ু সংকট নিরসনে চলমান কপ-১৬ সম্মেলনে রাশিয়া ও চীন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে অংশ না নিয়ে চীনের প্রেসিডেন্ট ‘বড় ভুল’ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার এসব কথা বলেন বাইডেন।

বাইডেন সাংবাদিকদের বলেন, বিশ্ব রাজনীতিতে চীন নিজেদের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জলবায়ু সম্মেলনে তাদের দেখা মেলেনি।

পরে চীন, রাশিয়া ও সৌদি আরবসহ অন্যান্য দেশের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে চীন ও রাশিয়ার সমালোচনা করে মন্তব্য করেন বাইডেন।

রাশিয়ার প্রেসিডেন্টকে কটাক্ষ করে বাইডেন বলেন, রাশিয়ার বনভূমি দাবানলে ধ্বংস হয়ে গেলেও দেশটির প্রেসিডেন্ট চুপ থেকেছেন।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শীর্ষ নেতা শি চিনপিং কেউই এই জলবায়ু সম্মেলনে অংশ নেননি। তবে ১৪ নভেম্বর পর্যন্ত দু’সপ্তাহব্যাপী এই সম্মেলনের আলোচনায় অংশ নেওয়ার জন্য দু’দেশই তাদের প্রতিনিধি পাঠিয়েছে।

বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ চীন, তাদের পরের স্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়ার অবস্থান পাঁচ নম্বরে। তিন ও চারে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারত।