দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের লেয়াম মিউজিয়াম অব আর্টে শিল্প প্রদর্শনী চলছিল। সেখানে বহু দর্শনার্থীই ঘুরতে যান। কিন্তু নোহ হুইন-সো নামে দেশটির এক শিক্ষার্থী সেখানে জাদুঘরের দেয়ালে টেপ দিয়ে সাঁটা শিল্পকর্মের একটি পাকা কলা খেয়ে ফেলেন। তার এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই হতবাক। খবর গার্ডিয়ান ও ফক্স নিউজের।
তবে হুইন-সো জানিয়েছেন, তিনি ক্ষুধার্থ থাকায় ওই কলাটি খেয়ে ফেলেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কলাটি ইতালির বিখ্যাত শিল্পী মাউরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ শিল্পকর্মের অংশ ছিল। ২০১৯ সালে এটি মিয়ামি আর্ট ব্যাসেলে এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৭ লাখের বেশি।
গার্ডিয়ান বলছে, গত বৃহস্পতিবারে নোহ সেই প্রদর্শনীতে গিয়ে দেয়াল সাঁটানো কলাটি তুলে নেন। এরপর সেটি খেয়ে খোসাটি আবার টেপ দিয়ে সেঁটে দেন।
কেন এমনটি করলেন- জাদুঘর কর্তৃপক্ষের এমন প্রশ্নের জবাবে নোহ জানান, তিনি সকালের খাবার খাননি তাই ক্ষুধা মেটাতে সেটি খেয়েছেন। এমন ঘটনায় সেখানকার দর্শনার্থীরা স্তব্ধ হয়ে যান। নোহর এই কাণ্ড তার এক বন্ধু ক্যামেরাবন্ধী করেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়েছে।
তবে পরবর্তীতে ওই কলার স্থানে নতুন একটি কলা রাখা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দুই থেকে তিন দিন পরপর এমনিতেই ওই কলা পরিবর্তন করা হয়।
এছাড়া জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে তারা নোহর কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেবে না। পাশাপাশি শিল্পী মাউরিজিও কাতেলান বলেছেন, ‘এটি কোনো সমস্যা নয়।’