প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নানমাদোল’, নিরাপদে ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪২:৩৮ | আপডেট: ২ years আগে
জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নানমাদোল’, নিরাপদে ২০ লাখ মানুষ
এপি ছবি

জাপানের দিকে ধেয়ে আসছে মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘নানমাদোল’। স্থানীয় সময় রোববার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। খবর: জাপান টাইমস।

জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘূর্ণিঝড়কে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করে বলা হয়ছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় এবং এটি স্থলে আঘাত হানার সময় ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে।

যে চারটি দ্বীপ জাপানের মূলভূখণ্ডের কেন্দ্রে অবস্থিত তার সর্বদক্ষিণের দ্বীপ কিশুদা। যেখানে এক কোটি ৩০ লাখের বেশি মানুষের বসবাস। কিশুদার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে জাপানের মধ্যাঞ্চল পেরিয়ে রাজধানী টোকিওর দিকে যাবে বলে ধারণা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এ সব অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়াও পাশাপাশি অঞ্চেলের মানুষদের কে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস, বাতাস, অত্যাধিক বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে শনিবার ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ২৭০ কি.মি। এটি দুর্বল হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় নানমাডল ২০১৮ সালে দেশটিতে আঘাত হানা জেবি এবং ২০১৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় হাগিবিসের চেয়েও প্রলয়ঙ্কারী হতে পারে।