প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫০ আফটার শক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৩ ১৭:১৫:১২ | আপডেট: ১ year আগে
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫০ আফটার শক
(সংগৃহীত ছবি)

জাপানে শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নানা জটিলতা দেখা দিয়েছে। সেইসঙ্গে হতাহত ও ভবন ধসের খবরও পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভূকম্পের পর দেশটিতে ৫০টি আফটার শক অনুভূত হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের ২০ জনের বেশি আহত হয়েছেন এবং হাই-স্পিডের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জাপানের কিয়দা নিউজ এজেন্সির প্রতিবেদনে জানিয়েছে, ভূকম্পের সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দেশটিতে ইশিকাওয়া অঞ্চলে মধ্য দুপুরে শুক্রবার এ ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।

দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, শনিবার সকালে আনুমানিক ৫৫টি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে কিছু কিছু শক্তিশালী ছিল। সংস্থাটির পক্ষ থেকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেন, ভূমিকম্পে পর পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাপের চেস্টা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এ ভূমিকম্পের ফলে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।