প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জামিন পেলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৩ ১৪:০৯:৫৯ | আপডেট: ২ years আগে
জামিন পেলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা
ইমরান খান ও তার স্ত্রী বুশরা | সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। সেই সাথে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় তার স্ত্রী বুশরা বিবিও জামিন লাভ করেন। খবর জিও নিউজ।

মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান ও তার দলের কর্মীরা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল ও তারা ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) এর চত্বরে সহিংসতা করে বলে অভিযোগ পুলিশের। এই অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর একাধিক থানায় মামলা দায়ের করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় আজ ইমরান খান দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোয় (এনএবি) হাজির হবেন বলে আশা করা যাচ্ছে। আগের দিনই ইমরান খান বলেন, আদালতে হাজিরা দেয়ার সময় তাকে গ্রেপ্তারের সম্ভাবনা ৮০ শতাংশ। তবে জমিন শুনানি শেষে তেমন কিছু ঘটেনি। ইমরান নির্বিঘ্নেই আদালত চত্বর ছেড়ে গেছেন।

এদিকে তার স্ত্রী বুশরা বিবি ১৯ কোটি পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত থেকে সুরক্ষামূলক এমন জামিন পেয়েছেন বুশরা বিবি। এ সময় দুর্নীতির কয়েকটি মামলায় জামিন পেতে আদালতে যাওয়া ইমরান খান উপস্থিত ছিলেন।

আল কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গত ১২ মে ইসলামাবাদ হাইকোর্ট তাকে দুই সপ্তাহের জামিন দেয়।