প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জ্যামাইকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলা আহত ৭, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩ ২০:৩২:০৭ | আপডেট: ২ years আগে
জ্যামাইকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলা আহত ৭, জরুরি অবস্থা জারি

জ্যামাইকার একটি সরকারি মিনিবাসে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ সাতজন আহত হওয়ার পর পুলিশ একটি সম্প্রদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখে দেশটির প্রশাসন।

শুক্রবার দুপুরে রাজধানীর দক্ষিণ প্রান্তে এই হামলার ঘটনা ঘটে।

তবে জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্স কিংস্টনের একটি দরিদ্র এলাকা সিভিউ গার্ডেনে ওই দিনের নির্লজ্জ হামলায় আহতদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

ধারণা করা হচ্ছে যে বন্দুকধারীরা বাসে ওঠার চেষ্টা করা লোকদের একজনকে লক্ষ্যবস্তু করেছিল। তবে কর্তৃপক্ষ সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করেনি। সম্প্রদায়ের সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দ্বন্দ্বকে দায়ী করা হয়েছে।

কর্তৃপক্ষ সিভিউ গার্ডেনে দুই দিনের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। পুলিশ বলেছে যে তারা গুলি বর্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দু’জন লোককে খুঁজছে।

পুলিশের প্রকাশিত অপরাধের পরিসংখ্যান বলছে যে এই বছরের প্রথম তিন মাসে দ্বীপে ৩০৩ জন নিহত হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।