যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। সেইসাথে হামলাকারীও পুলিশের গুলিতে মারা গেছেন। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে সান আন্তোনিও থেকে প্রায় ১৩৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি ছোট সম্প্রদায় উভালদে রব প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
১৮ বছর বয়সী সালভাদর রামোস নামের ওই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের বলেছেন, বন্দুকের লবি নিয়ে যাওয়ার সময় এসেছে।
এদিকে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, রাজ্য পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ১ দশক আগে স্যান্ডি হুক এলিমেন্টারিতে গণহত্যার পর আমেরিকার সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।।
রব এলিমেন্টারি স্কুলে দুপুরের ঠিক আগে হত্যাকাণ্ডটি ঘটে। যেখানে সান আন্তোনিওর পশ্চিমে একটি ছোট শহর উভালদে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এ সপ্তাহে গ্রীষ্মকালীন ছুটি শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। নিহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন শিক্ষক ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত বন্দুকধারী পার্শ্ববর্তী একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। সে বেশ কয়েকটি অস্ত্রে সজ্জিত ছিল।
গভর্নর গ্রেগ অ্যাবট একটি সংবাদ সম্মেলনে বলেছেন, “সে ভয়ঙ্করভাবে গুলি করে হত্যা করেছে, যা বোধগম্য নয়।”
হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে এখন চরম চিন্তিত।
দশ দিন আগেও এক বন্দুকধারী একটি বাফেলো মুদি দোকানের ভিতরে ১০ জনকে গুলি করে হত্যা করে।