দক্ষিণ আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছে অর্ধ শতাধিক।
ইতিমধ্যে সেখাকার বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ওয়েভারলির স্থানীয় কর্মকর্তারা অস্বাভাবিক এ তীব্র ঝড়কে হারিকেন বা টর্নেডোর সাথে তুলনা করেছেন। তারা জানিয়েছেন, পানি এত দ্রুত বাড়ছে যার কারনে মানুষ নিরাপদ আশ্রয়স্থলে সরে যেতে পারছে না।
ওয়েভারলি ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি তাদের ফেসবুক পেজে নিখোঁজ ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করেছে এবং তাদের খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন টেনেসিতে আকস্মিক এবং মর্মান্তিক প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করে ওয়াশিংটনে দুপুরে সংবাদ সম্মেলন শুরু করেন।
লং আইলান্ডসহ ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কাও আগেই করা হয়। কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছিল।
এর আগে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের মানুষকেও ঘূর্ণিঝড়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ জানান।
ম্যাসাচুসেটসের গভর্নর অফিস থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত রাজ্যেটির সব পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। কর্মকর্তারা জানান, এতে ৩ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা হলো।