প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ট্যাংকের পাশে রুশ সেনার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩০:৩৭ | আপডেট: ২ years আগে
ট্যাংকের পাশে রুশ সেনার মরদেহ

ইউক্রেনের খারকিভ এলাকায় শুক্রবার একটি ট্যাংকের পাশে রাশিয়ার এক সৈন্যের বরফ আচ্ছাদিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এমন তথ্যই দিয়েছে আমেরিকান গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

পত্রিকাটির অনলাইন সংস্করণে ছবিটি প্রকাশ করে বলা হয়, রাশিয়ার একটি ট্যাংকের পাশে বরফ আচ্ছাদিত ওই রুশ সেনার পড়ে থাকার ছবিটি তুলেছেন টাইলার হিক্স।

এদিকে, এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী। এ অবস্থায় আরও একটি রাত কঠিন রাত পার করলো ইউক্রেন।

সিএনএন-এর খবরে বলা হয়, মুহুর্মুহু গোলা বর্ষণের শব্দে কেঁপেছে ইউক্রেনের রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা।

কঠিন এ সময়ে নিজের নাগরিকদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,
এই রাত (২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত) কাটানো কঠিনতম কাজ হবে। শুক্রবার দেশবাসীর প্রতি দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এই রাতটি হবে খুব কঠিন। শত্রুরা ইউক্রেনের মানুষের গড়া প্রতিরোধ ভাঙতে সবর রকমের শক্তি ব্যবহার করবে।’

সিএনএন’র খবরে বলা হয়, জেলেনস্কি বলেন, ‘সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই সময়ের মধ্যেই ইউক্রেনের ভাগ্য নির্ধারিত হবে। আমরা কঠিন কিন্তু সাহসী দিন পার করেছি। আমরা দেশের জন্য যুদ্ধ করছি। দক্ষিণে, পূর্বে, উত্তরে অনেক শহরে আমাদের সুন্দর এ দেশকে রক্ষায় আমরা যুদ্ধ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ইউক্রেন কূটনৈতিক যুদ্ধও চালিয়ে যাচ্ছে।

প্রায় সব বিশ্বনেতার সঙ্গে তিনি কথা বলেছেন উল্লেখ করে জেলেনস্কি বলেন, হাতেগোনা কয়েক জনের সঙ্গে এখনো কথা বলা হয়নি।

এর আগে জেলেনস্কির এক মুখপাত্র দাবি করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক বৈঠকে বসতে দুই পক্ষই এখন সময় এবং স্থান নির্ধারণে আলোচনা করছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা বৈঠকে বসতে রাজি। এ ক্ষেত্রে ইউক্রেনের সব সশস্ত্রবাহিনীকে আত্মসমর্পণ করতে হবে।