সৌদি আরবে এখন থেকে ট্যুরিস্ট ও ভিজিট ভিসাধারীরা ওমরাহ পালনের অনুমতি পাবে বলে জনিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজ।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, ৪৯টি দেশের নাগরিকরা সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন। এসব দেশের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছার সাথে সাথে তাদের ভিসা অনলাইনে সুরক্ষিত করতে পারবেন।
সেই সাথে দর্শনার্থীদের ১২ মাস বা এক বছরের জন্য বৈধ পর্যটন ভিসার অনুমোদন দেয়া হবে। এ ক্ষেত্রে যাদের ফ্যামিলি ভিজিট ভিসা আছে, তারা ‘ইতমারনা অ্যাপের’ মাধ্যমে বুকিং করে ওমরাহ পালন করতে পারবেন।
ওমরাহ পালনের ক্ষেত্রে, কোভিড-১৯ এর চিকিৎসা, দুর্ঘটনার ফলে মৃত্যু বা অক্ষমতা এবং ফ্লাইট বিলম্ব বা বাতিলের ফলে উদ্ভূত খরচের জন্য দর্শনার্থীদের একটি স্বাস্থ্য বীমা থাকতে হবে।