চীনের গানসু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রেল লাইন সংস্কার কাজ করার সময় একটি ট্রেন জিনচং শহরের উড়ুমকি থেকে হ্যাংজু যাওয়ার পথে ওই এলাকায় চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় শ্রমিকদের প্রাণহানি ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে নয় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ট্রেনের ধাক্কায় নিহতদের সংখ্যা প্রকাশ করলেও এ ঘটনায় কতজন আহত হয়েছে তা জানা যায়নি
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহতদের সেবায় স্বাস্থ্যকর্মীসহ একটি জরুরি দল পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের ধাক্কায় ৯ শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রেললাইনের সংস্কারকাজ চলাকালে কীভাবে এমন দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।