আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করেছে তালেবান।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির কোনো প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান।
আফগান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে আফগান সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। তালেবানদের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।
পুলিশের ওই মুখপাত্র জানান, সরকারের কাছ থেকে যথেষ্ট লোকবল না পাওয়ায় এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার অভাবেই জারাঞ্জ তালেবানের দখলে চলে গেছে।
বিসিবির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নিমরোজ প্রদেশের রাজধানী নিজেদের দখলে নিতে সক্ষম হয় তালেবান। এর আগে সীমান্তের বিভিন্ন এলাকায় তালেবান নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও কোনো প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ইরান সীমান্তের কাছে অবস্থিত জারাঞ্জ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আশেপাশের জেলাগুলো দখলের পর জারাঞ্জ দখলের জন্য তালেবানরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে।