প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তালেবান সম্পর্কিত পোস্টে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২১ ১৮:২১:১৭ | আপডেট: ৩ years আগে
তালেবান সম্পর্কিত পোস্টে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ফেসবুক

তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তাদের ও সমর্থনকারীদের সমস্ত পোস্টে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ফেসবুক।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তালেবান বিষয়ক তথ্য পর্যবেক্ষণের জন্য এরই মধ্যে আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে। তাদের কাজ হবে তথ্য পর্যবেক্ষণ করে প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে তা সরিয়ে দেওয়া। তাদের এ নীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জানা গেছে, তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে ব্যবস্থা নেবে।