প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৩ ১৪:১২:৪৪ | আপডেট: ১ year আগে
তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সংগৃহীত ছবি

তীব্র তাপপ্রবাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে এবার নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন এ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, ‘গত কয়েকদিন থেকে বাচ্চারা স্কুল থেকে ফেরার পর মাথাব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কথা জানাচ্ছে।’

এমনই পরিস্থিতিতে আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গ্রীষ্মের ছুটি হওয়ার কথা আগামী ২ মে থেকে।

মমতা বলেন, ‘আমি এই সময় প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানদেরকেও আহ্বান জানাবো এমন সিদ্ধান্ত অনুসরণ করতে। এই বিষয়ে শিগগিরই অফিসিয়াল নোটিশ জারি করা হবে।’

দেশটির এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।