প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তুরস্কে আবারও ভূমিকম্প, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১০:০৬ | আপডেট: ১ year আগে
তুরস্কে আবারও ভূমিকম্প, নিহত ৩

তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নতুন করে ৩ জন নিহত ও ২১৩ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্তে পরপর ৭.৮ ও ৭.৬ মাত্রার দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের এই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারও ভূমিকম্প আঘাত হানলো।

তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি এজেন্সি (আফাদ) জানিয়েছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিট (বাংলাদেশ সময় রাত ১১টা ৪ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ইতোমধ্যে বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পে হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১৩ জন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভূমিকম্পের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের জীবিত কিংবা মৃত উদ্ধারের আশায় ভিড় করছেন স্বজনরা।

সর্বশেষ তথ্যমতে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৪১ হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় মৃত্যু হয়েছে ৬ হাজার জনের।