সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরফলে বেশ কয়েকটি ভবন ধসে ইতিমধ্যে প্রায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর জুড়ে এই ভূমিকম্পটি অনুভূত হয়। (খবর বিবিসি’র)
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবার ৭.৮ মাত্রার এই ভূকম্পনটি স্থানীয় সময় সকাল ৪টা ১৭ মিনিটে এগাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
বিবিসির তথ্য থেকে জানা যায়, শহরের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং অনেক মানুষ এতে আটকে আছে। ইতোমধ্যে ধসে পড়া বিভিন্ন ভবন থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির তুর্কি সংবাদদাতা জানিয়েছেন, শহরের একটি শপিং মল পুরোপুরি ধসে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের প্রায় ১১ মিনিট পর ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প ৯.৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
গাজিয়ানটেপ শহরে বসবাসকারী সাংবাদিক এয়াদ কুর্দি সিএনএনকে বলেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর এক মিনিটের মাথায় আটটি খুব শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে, যার ফলে বাড়ির জিনিসপত্র মাটিতে পড়ে গেছে।
ভূমিকম্পের ঘটনায় লোকজন ভয় পেয়ে রাস্তায় নেমে আসে। দুর্ঘটনায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, সেসব ভবনে আটকা পড়া মানুষ ও মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।