প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তৃতীয় ডোজে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি বাড়ে, দাবি অ্যাস্ট্রাজেনেকার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ২০:৪৩:২৯ | আপডেট: ২ years আগে
তৃতীয় ডোজে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি বাড়ে, দাবি অ্যাস্ট্রাজেনেকার

অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে তাদের টিকার তৃতীয় ডোজ নেয়া হলে তা করোনার নতুন ধরন ওমিক্রনসহ অন্য ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা বাড়ায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এ দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাক্সজেব্রিয়া বা অন্য কোনও এমএরআনএ টিকা নেয়া মানুষদের রক্তের পর্যালোচনায় দেখা গেছে এতে করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে ওই বিবৃতিতে পরীক্ষার সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

কোম্পানিটি জানিয়েছে, এই পরীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্বজুড়ে ওষুধ নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হবে। বুস্টার ডোজ নেয়া যে জরুরি সে জন্য তারা এই উদ্যোগ নেবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে এই টিকা উৎপাদন করেছে অ্যাস্ট্রাজেনেকা। গবেষণাগারে পরীক্ষার পর গত মাসে অক্সফোর্ড জানায়, তাদের টিকা ভ্যাক্সজেব্রিয়া দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রক্তে অ্যান্টিবডির মাত্রা বাড়ায়।