প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তেলের বাজার নিয়ে সালমান-পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২ ১৬:৪৯:১৮ | আপডেট: ২ years আগে
তেলের বাজার নিয়ে সালমান-পুতিনের ফোনালাপ
ফাইল ছবি

জ্বালানি তেলের বাজার নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফর করেন। সালমান আর বাইডেনের বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হলো।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ‘আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাস গ্রুপের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন।’

তবে আরব নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেন মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন। এ সময় নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় উঠে আসে।

সৌদি নেতৃতাবাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়াসহ অন্যান্য তেল রফতানিকারক দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রেখে আসছে। মহামারিকালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে ওপেক প্লাস।