থাইল্যান্ডের ব্যাংককের কাছে পাথুম থানির এলাকায় করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় বানানো একটি ফিল্ড হাসপাতালে সাবেক এক সেনা সদস্যের গুলিতে ৫৪ বছর বয়সী এক রোগী নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীকে পরে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর বার্তা সংস্থা রয়টার্সকে আঞ্চলিক পুলিশপ্রধান আমফোল বুরাবপর্ন জানান: সন্দেহভাজন ওই ব্যক্তি ধারণা করেছেন ওই হাসপাতালের রোগীরা মাদকাসক্ত। আর তিনি মাদকাসক্তদের ঘৃণা করায় এ ঘটনা ঘটিয়েছেন।
এ হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। একসময় এটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া হাসপাতালটির সিসিটিভি ফুটেজে সৈন্যদের পোশাক ও লাল টুপি পরা এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে ঢুকতে দেখা গেছে।
ওই হাসপাতালে গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন ওই বন্দুকধারী ব্যাংককের একটি দোকানের কর্মীকেও গুলি করে হত্যা করেন বলে জানিয়েছেন আমফোল বুরাবপর্ন।