উপসাগরীয় ঝড়ের কবলে পড়ে শতাধিক ক্রু সম্মলিত থাইল্যান্ডের একটি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই নৌবাহিনী। খবর বিবিসির।
রোববার রাতে এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটির পাওয়ার কন্ট্রোলে পানি প্রবেশ করায় ডুবে গিয়েছে বলে জানিয়েছে থাই নৌবাহিনী। তারা বলছে, এখন পর্যন্ত ৭৫ জন ক্রুকে উদ্ধার করা হলেও ৩১ জন এখনও নিখোঁজ রয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বলেছেন, ‘ইতিহাসে আমাদের বাহিনীর এমন ঘটনা আগে কখনো ঘটেনি বললেই চলে। ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। আমরা নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর সহায়তায় নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি বলেছেন, ‘জাহাজটিতে পানি উঠার পর তা নিচে নেমে যায়। পানি প্রবেশ করায় জাহাজটির হুল প্লাবিত হয় এবং পাওয়ার রুম শর্ট সার্কিট করে। ডুবে যাওয়ার আগে জাহাজটির নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করেছিল ক্রুরা।’
ইতিমধ্যে সাহায্যের জন্য তিনটি নৌ জাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হয়েছিল, কিন্তু শুধুমাত্র এইচটিএমএস ক্রাবুরি জাহাজটি ডুবে যাওয়ার আগে সেখানে পৌঁছাতে পেরেছিল।
এইচটিএমএস সুখোথাই ১৯৮০-এর দশকের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্রে থাই নৌবাহিনীর জন্য নির্মিত হয়েছিল।