দক্ষিণ ইউক্রনের মিকোলাইভ শহরের এক বেসামরিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
শুক্রবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মিকোলাইভের আঞ্চলিক গভর্নর ভিতালি কিম সামাজিক মাধ্যমে বলেন, দুর্ভাগ্যবশত পাঁচতলা ভবনের চারজন ইতোমধ্যে নিহত হয়েছেন। রুশ বাহিনী বিগত চার মাস ধরে শহরটিতে হামলা চালিয়ে আসছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
এদিকে সম্প্রতি ইউক্রেনীয় খেরসর শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটি রুশ বাহিনীর বিরাট পিছু হটা বলে প্রতিবেদনে বলা হয়েছে।