ইউরোপের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। ফলে অঙ্গরাজ্যটিতে আংশিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়। এর পর থেকে তা উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। দাবানলের কারণে সেখানকার হাজারো মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ২৪ ঘণ্টা পরও আগুন বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্কতা নিয়ে কাজ করছে।
দাবানলে এখন পর্যন্ত ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম বলেন, উষ্ণ, শুষ্ক আবহাওয়া ও খরা অবস্থার কারণে আগুন ছড়িয়ে পড়ছে।
এদিকে, মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মারিপোসা কাউন্ট্রি ঘিরে এই দাবানলে ইতোমধ্যে ১০টি স্থাপনা ধ্বংস হয়েছে, ৫ টি ক্ষতিগ্রস্ত এবং আরো হাজার হাজার হুমকির মুখে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও ফায়ার প্রোটেকশন কর্মকর্তা হেক্টর ভাসকুয়েজ বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অনিয়ন্ত্রিত এ দাবানলের কারণে এলাকা থেকে ৬ হাজারের বেশী লোক সরিয়ে নেয়া হয়েছে।
পাঁচ শতাধিক দমকলকর্মী বিমানের সহায়তায় আগুন নেভাতে কাজ করছেন, কর্মকর্তারা বলেছেন আগুন নিয়ন্ত্রনে আসতে এক সপ্তাহ সময় লাগতে পারে।