প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দারিদ্র্যপীড়িত উগান্ডায় ৩ কোটি ১০ লাখ টন স্বর্ণের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২ ১০:৪৪:১৩ | আপডেট: ২ years আগে
দারিদ্র্যপীড়িত উগান্ডায় ৩ কোটি ১০ লাখ টন স্বর্ণের সন্ধান

পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ উগান্ডায় ৩১ মিলিয়ন তথা ৩ কোটি ১০ লাখ মেট্রিক টন স্বর্ণের সন্ধান মিলেছে। যার আনুমানিক বাজারমূল্য ১২ ট্রিলিয়ন ডলার। খবর রয়টার্সের।

উগান্ডা সরকার জানিয়েছে, কয়েকটি সমীক্ষা চালানোর পরে দেশটিতে মিলেছে বিপুল স্বর্ণের মজুদ।

এরই মধ্যে দেশের অর্থনীতিকে চাঙা করতে উগান্ডা সরকার বুসিয়া জেলায় স্বর্ণের পণ্য উৎপাদন শুরু করতে চীনা প্রতিষ্ঠান ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানিকে লাইসেন্স দিয়েছে। কোম্পানিটি ২০১৬ সালে পর্যায়ক্রমে ২০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ শোধনাগার নির্মাণের কাজ শুরু করে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি স্থানীয়ভাবে সোনা পরিশোধনের আহ্বান জানিয়েছেন।  

ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানির জেনারেল ম্যানেজার তান চুন চি বলেছেন, তাদের বিনিয়োগ ৬০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। দুটি লাইসেন্স না থাকার কারণে তারা নির্মাণকাজে পিছিয়ে পড়েছেন বলে জানান তিনি।

কোম্পানিটি সম্প্রতি চলতি বছরের মার্চে একটি স্বর্ণ উৎপাদনের লাইসেন্স পেয়েছে। এছাড়া উগান্ডায় স্বর্ণ উত্তোলনের জন্য ২১ বছরের ইজারা পেয়েছে প্রতিষ্ঠানটি । ২০২৩ সালের জুলাই নাগাদ তারা স্বর্ণ উৎপাদন শুরু করবে বলে আশা করছে।

একটি পরিশোধনাগার নির্মাণের জন্য ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানি ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

উগান্ডায় বিপুল পরিমাণ স্বার্ণের সন্ধান পাওয়ার পরও দেশটিতে স্বর্ণ উত্তোলনে নানা রকম অসুবিধা রয়েছে। এর ফলে স্বর্ণ উত্তোলনের পরিমাণ প্রভাবিত হয়। প্রতি বছর দেশটিতে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করা হয়ে থাকে।