প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দিনমজুর থেকে ইউটিউবার, ৬ মাসে আয় ৫ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২১ ১৩:৪৪:৫০ | আপডেট: ৩ years আগে
দিনমজুর থেকে ইউটিউবার, ৬ মাসে আয় ৫ লাখ রুপি
সন্তানদের সাথে দিনমজুর থেকে ইউটিউবার বনে যাওয়া আইজ্যাক মুণ্ডা। ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ধাক্কায় বদলে গিয়েছে গোটা পৃথিবী। বদলে যাওয়া এই পৃথিবীতে অনেকের জীবনযাত্রা যেমন পাল্টে গেছে তেমনি পরিবর্তন হয়েছে অনেকের পেশা ও আয়ের উৎস। ভারতের আইজ্যাক মুণ্ডাও তাদেরই একজন।

করোনা মহামারিতে দিনমজুর থেকে রীতিমতো ইউটিউবার বনে গেছেন আইজ্যাক মুণ্ডা। আর তাতে মিলেছে অভাবনীয় সাফল্যও। বাড়িতে বসেই মাত্র ৬ মাসে ৫ লাখ রুপি আয় করেছেন উড়িষ্যার এই বাসিন্দা।

আইজ্যাকের বাড়ি ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলার বাবুপালিতে। সেখানে স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে দিনমজুরি করে কোনোভাবে দিন কাটাতেন তিনি। কিন্তু করোনার কারণে উপার্জনের এই রাস্তা বন্ধ হয়ে যায় আইজ্যাকের।

আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় শুরুতে খানিকটা দিশেহারা হয়ে পড়েছিলেন পেশায় দিনমজুর এই আদিবাসী বাসিন্দা। এরই মধ্যে তার জন্য আশীর্বাদ হয়ে এলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কেননা কোনো পুঁজি ছাড়াই ইউটিউব থেকে মাত্র ৬ মাসের মধ্যেই ৫ লাখ রুপি আয় করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আইজ্যাক।

আইজ্যাকের ইউটিউবার হয়ে ওঠার গল্পটাও অনেকটা রূপকথার গল্পের মতো। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, করোনায় কাজ হারিয়ে বাড়িতেই অসল সময় কাটাতেন আইজ্যাক। এমন সময় হঠাৎ করেই একদিন বন্ধুর ফোনে ইউটিউব ব্লগিং দেখেন তিনি। বিষয়টি বেশ ভালো লেগে যায় তার।

এরপর তিন হাজার টাকা ধার করে একটি স্মার্টফোন কিনে বন্ধুর সহযোগিতায় ‘আইজ্যাক মুণ্ডা ইটিং’ নামে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেন আইজ্যাক। ইউটিউবে আইজ্যাকের আপলোড করা প্রথম ভিডিওটি ছিল আইজ্যাক ও তার পরিবারের ভাত খাওয়ার দৃশ্য। স্ত্রী এবং সন্তানদের নিয়ে মেঝেতে বসে একসঙ্গে খাচ্ছিলেন তিনি।

সেই ভিডিও থেকেই আইজ্যাকের আয় হয়েছে ৩৭ হাজার রুপি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিনমজুর থেকে ইউটিউবার বনে যাওয়া আইজ্যাককে।

একে একে নিয়মিত ভিডিও করতে শুরু করেতে শুরু করেন তিনি, বাড়তে থাকে ভিউ, বাড়তে থাকে আইজ্যাকের আয়। এই মুহূর্তে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭ লাখ ৫৯ হাজার। সবমিলিয়ে ৩৫ বছর বয়সী আইজ্যাক এখন একজন পেশাদার ইউটিউবার।