প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দিল্লির গুরগাঁওয়ে জুমার নামাজ আদায়ে হিন্দুদের বাধা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১৭:৫৯:৪৮ | আপডেট: ২ years আগে
দিল্লির গুরগাঁওয়ে জুমার নামাজ আদায়ে হিন্দুদের বাধা

ভারতের নয়াদিল্লি থেকে ১৫ কিলোমিটার দূরের গ্রাম গুরগাঁও। সেখানে প্রায় ৫ লাখ মুসলিমের বসবাস। কিন্তু শুক্রবার এলেই জুমার নামাজ আদায় করতে গিয়ে হিন্দুদের বাধার মুখে পড়তে হয় স্থানীয় মুসলমানদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত তিন মাস থেকে শুক্রবার এলেই মুসলমানদের জুমার নামাজ আদায় করতে বাধা দিচ্ছে হিন্দু সংগঠনগুলো।

মুসলিম কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাটা আলতাফ হোসেন বলেন, মসজিদে জায়গা সংকুলন না হওয়ায় বিভিন্ন ফাঁকা স্থানে জুমার নামাজ আদায় করেন মুসলিমরা। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই শুক্রবার নামাজ আদায় করতে বাঁধা দেওয়া হচ্ছে।

বিবিসি জানিয়েছেন, প্রতি শুক্রবার জনসমক্ষে মুসলমানদের নামাজ পড়ায় বাধা দেওয়ার জন্য হিন্দু ডানপন্থী গোষ্ঠীর একদল লোক নিয়মিত জড়ো হচ্ছে।

প্রতিবাদকারী হিন্দু গোষ্ঠীর অন্যতম নেতা কুলভূষণ ভরদ্বাজ বলেন, আমরা মুসলিমদের নামাজ আদায় করতে বাঁধা দিচ্ছি না। প্রকাশ্যে নামাজ পড়া মুসলিমদের লাভ জিহাদের মতই ল্যান্ড জিহাদ।

এদিকে রাজনৈতিক ব্যক্তি হিলাল আহমেদ বলেন, মুসলিমরা কোনো সমস্যা তৈরি করতে চায় না। কিন্তু তাদের বড় সমস্যা হলো নামাজ আদায় করার জন্য পর্যাপ্ত জায়গা নেই।

২০১৮ সালে প্রথম খোলা স্থানে নামাজ আদায় করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। তখন মুসলমানরা প্রায় ১০৮টি খোলা জায়গায় নামাজ আদায় করতেন।

এরপর আলোচনার মাধ্যমে মাত্র ৩৭টি স্থানে নামাজ আদায় করতে সম্মত হন সেখানকার মুসলমানরা। কিন্তু সেটাও কমিয়ে ২০টিতে আনা হয়েছে। সর্বশেষ গত ৩ নভেম্বর গুরগাঁওয়ের আরও ৮টি এলাকায় প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে নগর প্রশাসন।