প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দিল্লির সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩ ২১:০০:৫০ | আপডেট: ১ year আগে
দিল্লির সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্যের জন্য সাংসদ পদ হাড়ানোর পর আদালতের আদেশে শনিবার দিল্লির সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইন সভার নিম্ন কক্ষে সদস্যপদ হারানোর পর লোকসভা হাউজিং কমিটির প্রধান সি আর পাতিল দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেয়ার জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠান। যাতে বলা হয়েছিল ২৩ এপ্রিলের মধ্যে ওই বাংলো তাকে ছাড়তে হবে।

এই নোটিশ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। গুজরাটের আদালত এ বিষয়ে রাহুলকে ৩০ দিনের সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাকে দেয়া হয়। কিন্তু রাহুলের আপিল শুক্রবার আদালতে খারিজ হয়ে যায়।

বাংলো ছাড়ার পর এ কংগ্রেস নেতা বলছেন, সত্য বলার জন্য যে কোনও মূল্য দিতে আমি প্রস্তুত। এই বাড়ি আমাকে এই দেশের মানুষ দিয়েছিল। ওরা কেড়ে নিয়েছে। এখন কয়েকদিন ১০ জনপথে থাকব, তারপর কোনও না কোনও ব্যবস্থা হয়ে যাবে।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে তার জন্য এ সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী আইন সভার সদস্যপদ হারানোর পর এটি তার ছেড়ে দিতে হল।

উল্লেখ্য, ২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময় মোদি পদবিধারীরা চোর হয়-এমন বক্তব্য দিয়েছিলেন অভিযোগ করে মানহানী মামলা করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে। এই মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। পরে তাকে জামিনও দেন একই আদালত। কিন্তু আদালতে সাজা পাওয়ায় লোকসভার সদস্যপদের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়।