প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দুর্ঘটনার নাটক সাজিয়ে ১ ট্রাক টমেটো ছিনতাই করলেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৩ ১৬:২৯:১৫ | আপডেট: ১ year আগে
দুর্ঘটনার নাটক সাজিয়ে ১ ট্রাক টমেটো ছিনতাই করলেন দম্পতি

দুর্ঘটনার ভান করে আড়াই টন টমেটোসহ একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক দম্পতি। অভিযোগে বলা হয়েছে ভারতের বেঙ্গালুরু থেকে ট্রাকটি ছিনতাই করেন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি তামিলনাড়ুর ভেলোরের বাসিন্দা। জাতীয় সড়কে ডাকাতি, ছিনতাই করে এমন একটি চক্রের সঙ্গে জড়িত। গত ৮ জুলাই চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে টমেটোবোঝাই ট্রাক নিয়ে কোলার যাচ্ছিলেন মাল্লেশ। বেঙ্গালুরুতে তার গাড়ি থামায় অভিযুক্ত দম্পতি। ওই স্বামী এবং স্ত্রী নিজেদের গাড়িতে ছিলেন। তারা দাবি করেন, ট্রাকটি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। সে কারণে ক্ষতিপূরণ চান তারা।

ট্রাকে বসে থাকা কৃষক ক্ষতিপূরণ দিতে রাজি হননি। অভিযোগ, তখন তাকে মারধর করে ট্রাক থেকে বার করে দেওয়া হয়। এরপর টমেটোসহ সেই ট্রাক নিয়ে পালিয়ে যান ওই দম্পতি। ট্রাকে ছিল আড়াই টন টমেটো, যার মূল্য আড়াই লাখ টাকা।

থানায় মাল্লেশের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরএমসি ইয়ার্ড পুলিশ। সিসি ক্যামেরায় সেই ট্রাকের গতিবিধি দেখে দুষ্কৃতীদের অবস্থান জানতে পারে তারা। শনিবার গ্রেপ্তার হন ২৮ বছরের ভাস্কর এবং তার ২৬ বছরের স্ত্রী সিন্ধুজা। বাকি তিন জন পলাতক।