প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২২ ১২:২০:১১ | আপডেট: ২ years আগে
দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

পদত্যাগের সিদ্ধান্ত জানালেও প্রেসিডেন্ট রাজাপাকশা এখন কোথায় আছেন তা পরিষ্কার নয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে এখন কোথায় আছেন তা নিয়ে কেউই কিছু জানেন না। গুজব শোনা যাচ্ছে প্রেসিডেন্ট এখন কলম্বোর বিমানবন্দরে এবং তিনি যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার চেষ্টা করছেন। খবর বিবিসি’র।

এমন গুজবও ছড়িয়ে পড়েছে, প্রেসিডেন্ট কলম্বো বন্দরের কাছে কোথাও আছেন এবং হয়তো সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করছেন। এমন কথাও শোনা যাচ্ছে বন্দরের কাছে নোঙর করা দুটো জাহাজে প্রচুর লাগেজ ওঠাতে দেখা গেছে।

এদিকে, শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে শনিবার প্রেসিডেন্ট ভবন ছাড়া গোতাবায়া রাজাপাকসেকে নিজে সরাসরি কিছু বলেননি, তাকে আর জনসম্মুখেও দেখা যায়নি। 

লঙ্কান সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এইটুকু জানিয়েছে, গোতাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন এবং তিনি শ্রীলঙ্কার জলসীমাতেই আছেন।

এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ও গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেও বিক্ষোভের মুখে নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছিলেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়।

এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রাসাদ ছাড়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজেই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। বিক্ষোভকারীরাও চাইছেনে, তাদের পদত্যাগের মধ্য দিয়েই শুরু হোক শ্রীলঙ্কার নতুন অধ্যায়।

এখন প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা।