দক্ষিণ কোরিয়ায় মাঝ আকাশে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে ৪ জন পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির আকাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুটি বিমানই ছিল কেটি-১ মডেলের প্রশিক্ষণ বিমান। দেশীয়ভাবে তৈরি বিমানটি প্রশিক্ষণের জন্য দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমান বাহিনীর একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এর কিছুক্ষণ পরই মাঝ আকাশে সাচিওন ঘাঁটি থেকে ৬ কিলোমিটার দক্ষিণে বিমান দুটির সংঘর্ষের ঘটনা ঘটে।
বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বিমান প্রশিক্ষণের সময় মাঝ-আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার তাদের ঘাঁটির কাছে সাচিওনের একটি পাহাড়ে বিমান দুটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা চারজন নিহত হয়।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, এয়ারক্রাফটের প্রত্যেকটিতে দুই জন করে পাইলট ছিলেন। এদের মধ্যে একজন প্রশিক্ষক পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন।
বিমান বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় চারজন পাইলট-ই বিমান থেকে বের হয়ে গেলেও পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে দুইজন ফার্স্ট লেফটেন্যান্ট এবং বাকি দুইজন প্রশিক্ষণার্থী।
কর্মকর্তারা আরও বলেছেন, এ ঘটনায় এখনো পর্যন্ত বেসামরিক হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরী কর্মীদের পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে হাওয়াসেং শহরের পাহাড়ে বিমান বাহিনীর এফ-৫ই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্তে একজন পাইলট নিহতের ঘটনা ঘটে।