প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২ ১০:১৭:০১ | আপডেট: ১ year আগে
নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু
মায়ের সঙ্গে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। ৯৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান।

মায়ের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’

অপর একটি টুইটে মোদি লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’

গত মঙ্গলবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে আমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান নরেন্দ্র মোদি।