প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ০৯:৪৮:১৩ | আপডেট: ২ years আগে
নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে সহস্রাধিক

নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় প্রায় ৯০০ জন পালিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৪ শতাধিক কয়েদি। লোমহর্ষক এমন কাণ্ড ঘটেছে দেশটির আবুজা কারাগারে। খবর এপি’র।

নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বসির মাগাশি বলেন, মঙ্গলবার মধ্যরাতে কারাগারের বাইরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এ সময় জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়ি। চালানো হয় এলোপাতাড়ি গুলি। এতে নিহত হয়েছেন অন্তত চার নিরাপত্তারক্ষী।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা আমাদের রাস্তায় গুলির শব্দ শুনেছি। আমরা ভেবেছিলাম এরা সশস্ত্র ডাকাত।’

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর ধারণা, বোকো হারাম এই হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রায় ৯০০ জন পালিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৪ শতাধিক কয়েদি। দেশটিতে গেল দুই বছরে কারাগার ভেঙে পালিয়েছে ৫ হাজারের বেশি কয়েদি।