প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩ ১০:২১:৪৬ | আপডেট: ২ years আগে
নাইজেরিয়ায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ১০৩
এখনও চলছে উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ে শেষে ফেরার পথে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা রাজ্যে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় বিয়ের অতিথি বহনকারী নৌকা ডুবিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার সময় নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করেছিল এবং এতে প্রায় ৩০০ জনের মতো মানুষ ছিল। এ কারণে নৌকাটি পানির ভেতরে একটি বড় লগে ধাক্কা লেগে দুই ভাগ হয়ে যায়।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়।

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।’

তবে কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।

এক বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।’

এর আগে গত মাসে উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন। আর গত বছর ডিসেম্বরে দক্ষিণপূর্ব আনাম্ব্রায় বর্ষার সময় উত্তাল নদীতে নৌকা ডুবে ৭৬ জন মানুষ প্রাণ হারান।