প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২১ ১৪:৫৫:৩৮ | আপডেট: ৩ years আগে
নাইজেরিয়ায় স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ায় এক স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

সোমবার পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, রোববার সকাল দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষা ও কুষ্ঠরোগ কেন্দ্র থেকে অন্তত ৮ জনকে অপহরণ করা হয়েছিল। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, এদের মধ্যে দু’জন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের পার্শ্ববর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে ওই স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা।

অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর মা বিবিসিকে জানান, বহুসংখ্যক সশস্ত্র দুর্বৃত্ত মোটরবাইকে করে ঘটনাস্থলে আসে। এরপর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়।

এদিকে, একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করে পুলিশ।